নেত্রীর নির্দেশে মানুষের পাশে থাকার মান্যতা দিয়ে রক্তদান শিবির হরিপুরে

Social

মলয় দে, নদীয়া:- কঠিন পরিস্থিতির মধ্যেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মধ্য দিয়ে তৃতীয়বার রাজ্যের দায়িত্বে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই কর্মী-সমর্থকদের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে নেত্রীর নির্দেশে ভোটের মতোই তৎপরতার সাথে মানুষের পাশে থাকার কথার মান্যতা দিয়ে বিভিন্ন দলীয় কর্মী সমর্থকরা লেগে পড়েছেন নিজ নিজ এলাকায়। শারীরিক পরিস্থিতির কথা জেনে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া, কর্মহীন পরিবারকে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা, বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনস্থ করার মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন তারা।

এমনিতেই গ্রীষ্মকালীন সময়ে রক্ত সংকট দেখা দেয় ব্লাড ব্যাঙ্ক গুলিতে, তারপর টিকাকরনের ২৮ দিনের মধ্যে রক্ত দান করা যায় না স্বভাবতই রক্তের ঘাটতির মাত্রা আরও খানিকটা বেড়েছে। তাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত মেথির ডাঙ্গা এবং বড়ডাঙ্গাপাড়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বড় ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৪৮ জন রক্তদানে অংশগ্রহণ করেন। শুভ উদ্যোগকে স্বাগত জানাতে, ছুটে আসেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। তিনি বলেন, দল-মত-নির্বিশেষে এ সময় মানুষের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন।

শান্তিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রুপম মান্না জানান, ” সারা বছরই শান্তিপুর ব্লকের বিভিন্ন সমস্যায় থাকি আমরা! তবে কোভিদ পরিস্থিতির জন্য বিশেষ বাড়তি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যুব সম্প্রদায়ের সতস্ফুর্ত উদ্যমে আজকের অনুষ্ঠান সফল। আগামীতে প্রতিটা পঞ্চায়েতেই রক্তদানের ব্যবস্থা করছি।
আজকের এই মহৎ কর্মকাণ্ডে অনুপ্রেরণা যোগাতে এসেছিলেন হরিপুর পঞ্চায়েতের প্রধান শোভা সরকার, জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, হরিপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম বালা, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুব্রত সরকার সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply