শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের করোনা সচেতনতা ও বিলি হলো মাস্ক 

Social

মলয় দে নদীয়া :-শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে প্রদান করা হলো স্যানিটাইজার এবং মাস্ক । মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি বার্তা অনুষ্ঠিত হলো শান্তিপূর ঢাকাপাড়া ফুটবল ময়দানে।

প্রধান উদ্যোক্তা বিশিষ্ট শিক্ষক শ্রী অপূর্ব লাল সাহা, প্রধান অতিথি রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারকে দেখা গেলো তাদের অনুপ্রাণিত করতে। ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডা: পূজা মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব বারোয়ারির সদস্যবৃন্দ। উপস্থিত প্রত্যেকের তাদের নিজেদের বক্তব্য পেশ করে জানান শান্তিপুরের করণা প্রতিরোধ মঞ্চ দৃষ্টান্ত হয়ে থাকলো।

নদীয়া জেলার শান্তিপুরে প্রথম করোনা আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু সচেতনতা মূলক কাজে লিপ্ত ছিলেন তারা। এমনকি যেখানে করোনা আক্রান্তের আত্মীয় পরিজনও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে পিছপা হয়েছেন সেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা অগ্রণী ভূমিকা নিয়েছেন। শান্তিপুরের আনুমানিক প্রায় ৪ লক্ষ অধিবাসীর অর্ধেক অংশ মাস্ক এবং স্যানিটাইজার পৌঁছেছেন বিনামূল্যে। বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে বা অত্যন্ত জনপ্রিয় পূর্ণ বাস স্ট্যান্ড, বাজারে নিয়মিত বিনামূল্যে সেন্টেন্স করতে দেখা গেছে তাদের। তাই উপস্থিত সকলেই শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আগামীতে এগিয়ে চলার সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply