মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার রানাঘাট ধানতলা ফুল ব্যাবসায়ীরা সমস্যায় পড়েছেন। লকডাউন কাটিয়ে উঠে বর্তমানে বিয়ের মরশুম সহ নানা অনুষ্টানে ফুল পাঠাতে শুরু করেন । শিলিগুড়ি দিয়ে এতদিন নেপালে ফুল পাঠাতেন। বর্তমানে নেপাল সীমান্তে সেখানকার ব্যবসায়ী ও লোকজন ফুল নেপালে ঢুকতে দিচ্ছে না । ফলে এখানে চাষীদের কাছে ফুল কিনে তারা নেপাল সীমান্তে ফুল পাঠাতে না পেরে সমস্যায় পড়েছেন। ফুল পাঠানো হচ্ছে কম করে। লভ্যাংশ যেমন কমেছে পাশাপাশি সমস্যার সৃষ্টি হচ্ছে।বিগত বছর গুলিতে তারা প্রচুর ফুল পাঠিয়েছে এবং লাভের মুখ দেখতো । বর্তমানে করোনা তারপর লক ডাউনে ফুল পাঠাতে পারছিলেন না । বর্তমানে ফুল পাঠানো শুরু হলেও নেপাল সীমান্তে এমন ঘটনা সৃষ্টি হওয়াতে ফুল ব্যাবসায়ীরা সমস্যায় পড়েছেন । কবে সমস্যার সমাধান হবে দিন গুনছেন চাষিরাও । কালী নারায়ণপুরের একজন চাষি জানান ব্যবসা ভালো চললে ফুলের দামও বাড়ে , লাভ হয়।