নিউজ সোশ্যাল বার্তা : সামাজিক গণমাধ্যম ফেসবুকে ভেসে উঠেছিল “আপনার গ্রাম,পাড়া,শহর বা মহল্লায় উৎসাহ মূলক ইভেন্ট করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন “। সংস্থার এক সদস্যা ছিল বীরভূম, কিন্নাহারের কলেজ পড়ুয়া রামজিৎ এর বান্ধবী তাই কাল বিলম্ব করেনি সে , নিজের গ্রামের পাশেই গোমাই আদিবাসী পাড়ায় একটা সচেতনতামূলক ইভেন্টের কথা জানায়।
‘রামজিৎ গাঙ্গুলীকে দেওয়া কথা মত সটান গ্রামে গিয়ে হাজির “স্বপ্ন নয় বাস্তব’ নামে নদীয়া জেলার হাঁসখালি ব্লকের বগুলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন । নির্ধারিত দিনের একদিন আগেই ৮ ফেব্রুয়ারি বেরিয়ে পড়ে সংস্থার সদস্য সদস্যরা শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে পথচারীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার বার্তা নিয়ে ।
৯ই ফেব্রুয়ারি সংস্থাটির পক্ষ থেকে বীরভূমের কিন্নাহার এর গোমাই আদিবাসী পল্লীর মেয়ে ও মহিলাদের নিয়ে স্যানিটারি ন্যাপকিন বিষয়ক সচেতনতা শিবির ও তাদের বিনামূল্যে ন্যাপকিন বিতরন করা হয় ।
স্বচ্ছতার ক্ষেত্রে ন্যাপকিনের গুরুত্ব বোঝানো হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে । গ্রামের বাচ্চাদের উৎসাহিত করতে অঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুষ্টি সরবরাহ ও পরিবেশের ভারসাম্য বিবেচনা করে দেওয়া হয় পেয়ারা গাছ ।এছাড়াও পরিবার পিছু দেওয়া হয়
সাবান, ন্যাপকিন, খাতা, পেন, সয়াবিন, সুই, সুতো, সেফটি পিন,শাড়ী, লুঙ্গি, গামছা,বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী ।
এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক ভাস্কর বিশ্বাস বলেন “আমাদের সংগঠনের সদস্যরা সবাই শিক্ষার্থী । সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর । ধনী-দরিদ্র সকলে মিলে দূষণমুক্ত ভারত গড়াই আমাদের একমাত্র লক্ষ্যে” ।