মলয় দে, নদীয়া :- জগদ্বিখ্যাত শান্তিপুর রাসের মূল আকর্ষণ থাকে বিগ্রহ বাড়ি। শান্তিপুরে এইরকমই ৩৭ টি বিগ্রহ বাড়ি একত্রিত হয়ে গঠিত হয়েছিলো শান্তিপুর বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতি। সভাপতি প্রদ্যুৎ গোস্বামী, সহ-সভাপতি জহরলাল সাহা, সম্পাদক শশাঙ্ক চক্রবর্তী শুক্রবার শান্তিপুর চাকফেরা গোস্বামী বাড়ির নাট মন্দিরের মঞ্চে করোনা আবহে এবছর শান্তিপুর শহরের অন্তর্গত সমগ্র রাসের রুপরেখা ঠিক করতে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সভা আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন ২৫ টির মতো বিগ্রহ বাড়ির প্রতিনিধিরা।
এদিন করোনা প্রেক্ষাপটে কিভাবে শান্তিপুরে শহরে সমগ্র বিগ্রহ বাড়িগুলোতে রাসযাত্রা অনুষ্ঠিত হবে এবং কিভাবে মান্য করা হবে সামাজিক বিধিনিষেধ উক্ত বিষয় সম্পর্কে আলোচনার জন্যই এমত সভা আয়োজন করা হয় । উক্ত সভায় শান্তিপুর শহরের প্রত্যেক গোস্বামী বাড়ির থেকেই এক জন করে প্রতিনিধি উপস্থিত হয়ে তাদের প্রত্যেকের বাড়ির রাস সম্পর্কিত আলোচ্য মতামত উপস্থাপন করেন ।
শান্তিপুর বড়ো গোস্বামী , পাগলা গোস্বামী , আতাবনে গোস্বামী , হাট খোলা গোস্বামী , বাঁশ বুনিয়া গোস্বামী , দিন দয়াল বাড়ি , রায় বাড়ি ও সাহা বাড়ি ও চাকফেরা সহ প্রায় সমস্ত বিগ্রহ বাড়ির প্রতিনিধিদের ই লক্ষ্য করা গেছে । শুধু মদন গোপাল বাড়ির পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে দেখা যায় নি । হাটখোলা বিগ্রহ বাড়ির থেকে এবছর ঠাকুর একেবারেই বের করবেন না বলেই জানা গেছে। প্রশাসনিক অনুমতি মিললে বহিরাগতদের বাদ দিয়ে শুধুমাত্র পরিবারের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে রাইরাজা, আলোকসজ্জা, বাজনা বা যেকোনো আড়ম্বর বিহীন ভাবে সন্ধ্যার মধ্যে তার নিজ এলাকায় কোনরকমে নিয়ম রক্ষা সারবেন। তবে পুজোর কোন নিয়মে কোন ত্রুটি থাকবে না তবে প্রসাদ বিতরণ বা ঠাকুর বাড়ির মধ্যে আশ্রয় শিবির কোনটাই হবেনা বলেই জানা যায় বিভিন্নবিগ্রহ বাড়ি সূত্রে।