শারদ সম্মানের অর্থে বয়স্কদের সেবা পুজো কমিটির

Social

শ্রীকৃষ্ণ মাইতি, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর: কোলাঘাট নতুন বাজারের একটি শারদ উৎসব কমিটি এই বছর তাঁরা সেফ ড্রাইভ সেভ লাইফ, করোনা,আমফান ইত্যাদি নানা বিষয়ে সামাজিক কাজকর্ম ও চেতনার উপর সরকারি-বেসরকারি মিলিয়ে ছ’য়টি শারদ সম্মান লাভ করেছিল। তারমধ্যে উল্লেখযোগ্য হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সেরা শারদ সম্মান স্বরূপ সুদৃশ্য ট্রফি ও পঁচিশ হাজার টাকা অর্থমূল্য।

এই পুজো কমিটি সেই পুরস্কারের অর্থের সাথে আরো কিছু অর্থ সংগ্রহ করে অসহায় বয়স্ক মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করল। এদিন প্রায় ৭০ জন বয়স্ক অথর্বদের হাতে স্টিলের লাঠি, শীতবস্ত্র, ক্রাচ, হুইলচেয়ার, মাস্ক, হ‍্যান্ড স‍্যানিটাইজার, বিজয়াদশমীর মিষ্টি এবং দীপাবলীর প্রদীপ তুলে দেওয়া হয়।

সংস্থার পক্ষে শান্তনু সরকার বলেন,” আমরা সারা বছরই আর্তদের পাশে সবরকমভাবে থাকার চেষ্টা করি। মহামারী ও আমফান নিয়ে গত সাত মাসের লড়াইটা ছিল একদম সামনে থেকে। আজকে বয়স্কদের নিয়ে এই কাজের পর আগামী মাস থেকে শুরু হচ্ছে প্রায় একহাজার মানুষের চোখের চিকিৎসা, প্রতিবন্ধীদের সহায়ক অঙ্গ বিতরণ, শীতবস্ত্র প্রদান ইত‍্যাদি। যতদিন পারব এইধরনের কাজে নিজেরা নিযুক্ত থাকব।”
নগুরিয়া গ্রামের বিশ্বজিত আদক গত বছর সড়ক দুর্ঘটনায় একটি পা হারায়, এদিন একটা হুইলচেয়ার পেয়ে নিজের প্রতি আস্থা ফিরে পাওয়ার কথা জানান।
বাড়বড়িশা গ্রামের অশীতিপর সহায় সম্বলহীন বৃদ্ধা পদ্মা দাস এদিন একটা স্টিলের লাঠি, শীতের শাল , মাস্ক, মিষ্টি, দীপাবলীর প্রদীপ পেয়ে বেজায় খুশি প্রকাশ করেন।

Leave a Reply