নিউজ সোশ্যাল বার্তা , ২০শে নভেম্বর ২০১৯: প্লাস্টিক বর্জনে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । কোথাও পৌরসভা কর্তৃক অাবার কোথাও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছেন প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে জনমত তৈরি করতে । নদীয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর শহরকে প্লাস্টিক মুক্ত করতে সর্বদা প্রয়াস চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনগরের সদর মহকুমা শাসক মাননীয় শ্রী সৌমেন দত্ত মহাশয় ও কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান মাননীয় অসীম সাহা মহাশয় । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন- সেভ জলঙ্গি (নদী সমাজ), কৃষ্ণনগর পরিবেশ বন্ধু, আনন্দধারা, চাপড়া পরিবেশ কল্যাণ , কৃষ্ণনগর চারুকলা সোসাইটি সহ আরো অনেক সংগঠন নিরন্তর প্রচার চালিয়ে যাচ্ছেন ।
কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীরা প্লাস্টিক বর্জনে নতুন উদ্যোগ গ্রহণ করল । বিদ্যালয়ে কর্মশিক্ষার ব্যবহারিক পরীক্ষায় প্লাস্টিক বর্জন এবং তার পরিবর্তে কাগজের ব্যাগ এবং মানুষকে প্লাস্টিক বিরোধী অভিযানে শামিল করতে নিজেদের হাতে তৈরি কাগজের ডাস্টবিন বানিয়ে তারা এলাকার জনসাধারণের মধ্যে বিতরণ শুরু করল ।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মহাম্মদ খান বলেন “প্লাস্টিক বর্জন করতে ও তার পরিবর্তে অামরা কি ব্যবহার করতে পারি, ছাত্র-ছাত্রীরা যদি শিখতে পারে ও তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি তাহলে তারা তাদের পরিবার গুলিকে সচেতন করতে পারবে। অনেকদিন আগেই আমরা আমাদের বিদ্যালয়কে প্লাস্টিক মুক্ত বিদ্যালয় হিসেবে ঘোষণা করেছি “।
বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাদ্দার বলেন “সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর । তাই কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে পঞ্চম ও সপ্তম শ্রেণীতে এটি শুরু করা হয়েছে । বিদ্যালয় ভবিষ্যতে আরো বৃহৎ আকারে প্লাস্টিক বিরোধী কর্মসূচি গ্রহণ করবে”।
বিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের শিক্ষক শ্রী সোমরাজ রায় বলেন “শুধুমাত্র আমাদের বিদ্যালয় নয় অন্যান্য বিদ্যালয় গুলিও যদি এমন উদ্যোগ গ্রহণ করে তাহলে একদম নিম্ন স্তর থেকে প্লাস্টিক মুক্ত করার প্রক্রিয়া সহজতর হবে ।