মলয় দে নদীয়া:- আবহাওয়া দপ্তরের অশনি সংকেতে সজাগ ছিল কৃষক থেকে মৎস্যজীবী এবং সাধারণ মানুষ। গ্রীষ্মকালীন প্রধান ফলের মধ্যে আম এবং লিচু পরিপক্ক হয়ে বাজারজাতও সবে শুরু হয়েছিল এমন সময় দুর্যোগের আভাস পেয়ে অনেকেই তা অপেক্ষাকৃত কম বিক্রি করছিলেন। তবে রোদ ঝলমল আকাশ এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারো স্বমহিমায় বেচাকেনা চলছে। শান্তিপুর হরিপুর এবং গয়েশপুর অঞ্চলে বিভিন্ন বাগানে চূড়ান্ত ব্যস্ততা। রাজ্যের বাইরে থেকে পর্যন্ত ক্রেতারা সরাসরি চলে আসছেন বাগানে। যদিও এই সংখ্যাটি খুব কম।
কৃষকরা বলছেন কৃষক এবং বহিরাগত ক্রেতাদের মাঝে সমন্বয় সাধন করে থাকেন ব্যবসায়ীরা, স্বভাবতই তাদের ব্যাবসায়িক প্রভাব প্রতিপত্তি পরিচিতি বাড়লেও কৃষকরা থাকছেন বাগানের অন্ধকারেই। তাই তারা সরকারি যোগাযোগ আশা করছেন। যেহেতু লিচু এমন একটি ফল যা সংরক্ষিত করা যায় না, তাই চটজলদি বিক্রি করার জন্য সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।