সোশ্যাল বার্তা : রাত ১১.৪০ গ্রুপে পোস্ট প্রসূতি মায়ের বিরল গ্রুপের রক্ত লাগবে। চোখ এড়ায়নি পিনাকী’র। ও নেগেটিভ রক্ত,পাওয়া কি অত সহজ ! কাগজ ঘেঁটে পাওয়া গেল নাম কিন্তু এত রাতে ? মনে সাহস নিয়ে করেই ফেললেন ফোন ।
পিনাকী : দাদা, এখনি একটা ও নেগেটিভ ব্লাড লাগবে প্রসূতি মায়ের জন্যে,,,,
সুপ্রভাত দা : ভাই আমি প্রস্তুত,,, তুই চল।
কথা বলতে এটুকুই।
সাথে সাথে পিনাকী তাঁর দাদা সুমন,দিব্যেন্দুকে নিয়ে নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা গেদে থেকে মোটর সাইকেল বেরিয়ে পড়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ৪২কিমি পথ পেরিয়ে রাত ঠিক ১২:৪০ নাগাদ পৌঁছায় শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে।
গভীর ঘুমে অনেকেই যখন আচ্ছন্ন ঠিক সেই সময় ব্লাড ব্যাংকের কর্মীদের সহযোগিতায় রক্তদান করলেন সিপিআইএম নেতা কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশ ।
রক্ত দান করে সবাই বাড়ী ফেরেন রাত ৩টে নাগাদ ।
রক্তদাতা সুপ্রভাত দাশ জানান “হাসপাতালের কোন এক কোনায় দুঃখে কাঁদছে কোনো এক মানুষ। ভাগ্যের নির্মমতায় হয়ত গুনছে মৃত্যুর ক্ষণ। হয়ত দুর্ঘটনায় কিংবা মরণ ব্যাধিতে। তাঁর জরুরী রক্তের প্রয়োজন। যখন শুনেছি তখন আর না করতে পারেনি । সেবামূলক সংগঠনের ডাকে তাই হাজির হয়েছি । সবার কাছে রক্তদানের জন্য আহ্বান জানাই ,মানুষের জীবন বাঁচান।
ইমারজেন্সি ব্লাড সার্ভিসের সদস্য পিনাকী মজুমদার বলেন “একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি মাত্র”।
সারাবছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্ত জোগাড় করে দেওয়া ইমারজেন্সি ব্লাড সার্ভিসেস গ্রুপের সভাপতি ওসমান গনি খান জানান ” সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ মানুষই আমাদের শক্তি। সবার সহযোগীতায় মানুষের সেবা করে যাব ইবিএস এর সদস্যবৃন্দ”।