এভাবেও দায়িত্ব পালন করা যায়
মলয় দে নদীয়া :-১৭ বছর বাদে রানাঘাট ট্রাফিক পুলিশ আলোক ভট্টাচার্য ও তার টিমের মানবিক দায়িত্বে মেয়েকে ফিরে পেল বাবা। ১৭ বছর আগে মানসিক ভারসাম্যহীন এক মহিলা বাড়ি থেকে বেড়িয়ে আসে তারপর কেটে যায় দেখতে দেখতে ১৭টি বছর। হটাৎ সেই মহিলাটিকে রানাঘাট সাটিগাছা মোড়ে চোখে পরে রানাঘাট ট্রাফিক ওসি আলোক ভট্টাচার্য ও তার টিমের মহিলার নাম ঠিকানা জিজ্ঞাসা করে শুধু মাত্র তার নাম বলে উমা আর সেই উমার ছবি ফেসবুকে পোস্ট করে তার পরই চোখে পরে মেয়েটির বাড়িতে মালদা থেকে ছুটে আসে তার বাবা স্বাধীন মন্ডল।
দীর্ঘ ১৭ বছর বাদে দেখা হয় বাবা ও মেয়ের চোখের কোনে আনন্দের জল নিয়ে বাবা বলেন পুলিশ কে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ভগবান ওদের ভালো করুন… ১৭ বছর বাদে বাবা ও মেয়ের মিলনের সাক্ষী থাকলো রানাঘাটবাসী। পুলিশের এই কাজকে আমরা নতমস্তকে কুর্নিশ জানাই।