দেবু সিংহ ,মালদা: একঘন্টার বৃষ্টিতেই জলে ডুবল শহর। মালদা শহরের ছয় নম্বর, তিন নম্বর, ২৯ নম্বর সহ একাধিক ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হাঁটু জল। জলমগ্ন শহরের একাধিক মার্কেট।
উল্লেখ্য এদিন দুপুরে টানা এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কৃষ্ণপল্লি, মালঞ্চ পল্লী, ওমেন্স কলেজ রোড সহ বিভিন্ন এলাকা। তার পাশাপাশি জলমগ্ন হয়ে পরে শহরের অন্যতম চিত্তরঞ্জন মার্কেট। অনেক দোকানে ঢুকে যায় জলও। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ওয়ার্ড নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ীরাও।