নদীয়ায় জলের অপচয় রোধে পথে এনসিসি বিভাগের ছাত্ররা

Social

সোশ্যাল বার্তা :‌ জলই জীবন। জল যে জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন তা কিছুটা সময়ের জন্য বুঝতে পেরেছিলেন চেন্নাই এর বাসিন্দারা। সেখানে একটা সময় ১লিটার জল ২০০ টাকায় কিনতে হয়েছিল।

ঋতু অনুসারে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল। কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। বর্ষাকাল হলেও বৃষ্টির জলের অভাবে কৃষিকাজ করতে সমস্যায় পড়ছেন কৃষকরা। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাট কাটার সময় হলেও জলের অভাবে তা ডোবাতে পারছেন না চাষিরা।

কেন্দ্র ও রাজ্যে সরকারের পক্ষ থেকে জল সংরক্ষণের বিষয়ে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রীকে জল সংরক্ষণের বিষয়ে সাধারণ মানুষের কাছে তিনটি দাওয়াই এর কথাও বলেছেন । কিন্তু মানুষ কতটা বুঝেছে?‌ এই প্রশ্ন উঠতেই পারে, কারণ এখনও নানা জায়গায় জল অপচয় করা হচ্ছে। কোথাও বা জলের কলের মুখ দিয়ে সারাদিন জল পড়তেও দেখা যায়।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এলো নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের এনসিসি বিভাগের ছাত্ররা।

শুক্রবার ১৪নং এনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে জল বাঁচাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে প্রার্থনার সময় জল সংরক্ষণ নিয়ে ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ খান। তারপরে জাতীয় সমর শিক্ষার্থীর বাহিনীর ছাত্ররা পদযাত্রা বিদ্যালয় থেকে শুরু করে শরৎ পল্লী, রেলবাজার হয় শুরু হয়ে বিদ্যালয়ে সমাপ্ত হয়। পথিমধ্যে বিশাল বড় পুকুরের পাশের এলাকার বাড়িগুলিতে সচেতনতার বার্তা দেন।

এ প্রসঙ্গে বিদ্যালয়ের এনসিসি বিভাগের এএনও ঘাসিরাম সিংহ মুড়া জানান” জল বাঁচাতে ও জল সংরক্ষণের বিষয়ে সচেতন করতেই আজকের এই কর্মসূচি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান জানান, জল নষ্ট করলে একদিন আমরাও খাবার জল পাব না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত জল বাঁচানো।’ বিদ্যালয়ের এনসিসি বিভাগের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply