মলয় দে, নদীয়া :-বাঙালী মাত্রই দুর্গাপুজোর সময় মাথা নত করে প্রার্থনা করি মা দুর্গার অসুর নিধন রূপের। যুগযুগান্তর ধরে তার মৃন্ময়ী রূপের সামনে নত হলেও চিন্ময়ী রূপ নিয়ে পুরুষের অবহেলা সীমাহীন।
সমাজ সংসারের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রয়োজনীয়তা সবথেকে বেশি। নারীকে আমরা লালন-পালনে দেখেছি আবার সংহারী রূপেও। নারী কখনো মাতৃ রূপে, কখনো স্ত্রীর রূপে আবার কখনো কন্যার রূপে। আর সে কারণেই এত সব মাথায় রেখে নদীয়ার শান্তিপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের ভবানীপাড়া এলাকার বাসিন্দা পেশায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার রোহিত কর দীর্ঘ লকডাউনের কারণে বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। আর সেই অবসরে বাড়িতে বসেই বানিয়ে ফেললেন নারী সুরক্ষা ও নারী স্বাধীনতা থিমের উপরে ১০ ইঞ্চি সাইজের এক দুর্গাপ্রতিমা।
এবিষয়ে রোহিত বলেন, ছোটোবেলা থেকেই আঁকা আর হাতের কাজের উপর আগ্রহ ছিলোই। কলকাতায় দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে অবাক হয়ে যখন নানারকম থিমের প্রতিমা দর্শন করেছি, আমারও মনে হয়েছে কিছু একটা করার। এই ছোট্ট থিমের প্রতিমা বানিয়ে সকলকে একটা বার্তা দিতে চাই, তা হলো “নারী জাগরণ”।