প্রীতম ভট্টাচার্য, নদীয়া: করোনার প্রভাব পড়েছে রাখী শিল্পে । সারাবছর ধরে তৈরী হয় রাখী কিন্তু উৎসব মাত্র একদিন । আর এই একদিনের উপর ভিত্তি করেই চলে এই ব্যবসা । ওই দিনেই রাখীর বাজার থাকে আকাশছোঁয়া ।
একদিকে আর্থিক সঙ্কট অন্যদিকে করোনার ভয়, আবার দিন যত এগোচ্ছে বাড়ছে করোনার দাপট । আর এই করোনার দাপটেই পরিবহন, বাজার বন্ধ থাকছে বিভিন্ন জায়গায়। তাই সামনে রাখীপূর্ণিমা চরম সঙ্কটে দিন কাটছে রাখী শিল্পীদের কারণ সারাবছর কারিগর দিয়ে তৈরি হয় রাখী।
নদীয়া জেলার কৃষ্ণনগরের সন্নিকটস্থ সন্ধ্যামাঠপাড়া নিবাসী বেনু ভট্টাচার্য্য জানালেন- আশেপাশের ১৬ জন কারিগর দিয়ে পরিবারের ৫ জন সদস্য মিলে এই রাখী তৈরী করেন। কলকাতার বড়বাজারে একমাস আগেই মহাজনদের ঘরে পৌঁছতে হয় এই রাখী। এবছর একদিকে করোনা ও অন্যদিকে লকডাউনের জন্য বাজার মন্দা অর্ডার তো দূরে থাক, বেশী মাল নিতে চাইছেন না মহাজনরা । গোডাউনে জমে গেছে রাখী, চাহিদা নেই, কারিগরদের বকেয়া পাওনা দেবেন কি করে? এত রাখী কি করবেন বুঝতে পারছেন না। এত দিন ধরে কাজ করছেন কিন্তু রাখী শিল্পে এমন সংকট কখনও আসেনি।