এবার কলকাতাতে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলো। ইংল্যান্ড ফেরত এক পড়ুয়ার শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। এটিই পশ্চিমবঙ্গের প্রথম করোনা আক্রান্ত কেস। এর আগে করোনায় আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করলেও কারও শরীরে পজিটিভ পাওয়া যায়নি। ইংল্যান্ড ফেরত ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো ১৫ই মার্চ ইংল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর যখন চেক করে হয় তখন আর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি, কিন্তু তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরপর তার নমুনা সংগ্রহ করে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। সেখানেই পরীক্ষার পর আজ ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত।
সূত্রের খবর অনুযায়ী ইংল্যান্ড থেকে দেশে ফেরার আগে সেখানে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই তিনি। সেই পার্টির চারজনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। সেখান থেকেই ওই যুবকের শরীরে ছড়িয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ইংল্যান্ড থেকে ফেরার পর ওই যুবক বাড়িতে যাদের সংস্পর্শে গেছিলেন তাদেরও বেলেঘাটা আইডিতে আনা হচ্ছে বলে খবর, তাদেরও নমুনা সংগ্রহ করে দেখা হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। তবে চিন্তিত হবার কিছু নেই । পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর করোনা মোকাবিলায় বিভিন্ন রকম সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ।প্রয়োজনে কন্ট্রোল রুমের নং ফোন করুন বা নিকটবর্তী স্বাস্থ্য কর্মীর সঙ্গে যোগাযোগ করুন । কোন প্রকার গুজবে কান দেবেন না ।