সমবেতনের দাবিতে ২য় দিনে পড়ল বিজিটিএ’র ধরনা অবস্থানের

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৪ঠা নভেম্বর,২০১৯: গতকাল থেকে কলকাতার শহীদ মিনারের পাদদেশে টিজিটি স্কেল , ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম সহ বিভিন্ন দাবিতে চলছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচারদের ধর্না অবস্থান । জেলা থেকে ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষকগন অাজও দলে দলে যোগদান করছেন এই বিক্ষোভ সমাবেশে । গতকালের চেয়ে অাজ আরও অধিক শিক্ষক-শিক্ষিকারা হাজির হন ।

বিজিটিএ’র উদ্যোগে রাজ্যের সমস্ত গ্রাজুয়েট শিক্ষকদের রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই আন্দোলনে সামিল হয়েছেন তারা । আগত শিক্ষকরা অনেকেই বলেন- তাদের স্বপক্ষে কোর্টের অর্ডার সহ সমস্ত বিষয় সম্পর্কে সরকারকে অবহিত করা হলেও তাদের বঞ্চনা করে ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে ।

কিন্তু এই ট্রেন্ড গ্রাজুয়েট টিচারদের জন্য কিছু ভাবা হয়নি । তাই জেলায় জেলায় বিজিটিএ’র পক্ষ থেকে ডি আই অফিস গুলিতে ডেপুটেশন দেওয়া হয় ।

ধর্না সম্পর্কে সংগঠনের রাজ্য সম্পাদক মাননীয় শ্রী সৌরেন ভট্টাচার্য বলেন- “অাজ অামাদের শান্তিপূর্ণ ধরনা ২য় দিনে পড়ল । আগামীকালও চলবে আমাদের এই ধরনা। ধরনার ব্যাপারে আগেই আমরা রাজ্য সরকারকে জানিয়েছি এবং অনুমতি নিয়েছি ।আগামীকাল অব্দি আমরা শান্তিপূর্ণ অবস্থান করব এরমধ্যে যদি সরকার যদি সদর্থক ভূমিকা না গ্রহণ করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব । হাইকোর্টের রায় যতক্ষণ না পর্যন্ত রাজ্যসরকার মেনে নেবেন ততদিন আমাদের আন্দোলন চলবে । আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে চাইছি । আমরা দয়া চাইছি না চাই ন‌ায্য অধিকার” ।

Facebook:News Social Barta 24×7