অঞ্জন শুকুল, নদীয়া: আজ বিশ্ব প্রবীন নাগরিক দিবস । প্রবীণ দিবস উপলক্ষে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া পূর্ণগঞ্জ মিলন সংঘের উদ্যোগে মাজদিয়ায় বিশ্ব প্রবীন দিবস পালিত হলো ।
প্রবীন নাগরিকদের পুস্প স্তবক দিয়ে বরন করে নিলেন সংগঠনের সদস্যরা । তুলে দিলেন উপহার সামগ্রী । প্রবীন নাগরিকরাও এই উপহার পেয়ে খুশি ।