নদীয়ার ধুবুলিয়ায় সামাজিক দুরত্ব রেখে চলছে ১০০ দিনের কাজ

Social

সোশ্যাল বার্তা :করোনা সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে । যার বেশির ভাগটাই আমরা মেনে চলি না, অথচ প্রত্যন্ত গ্রামের অর্ধ শিক্ষিত অথবা কম শিক্ষিত সেই সমস্ত মাটির মানুষ পারস্পরিক দূরত্ব বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করলো সমাজের অন্য সকল শ্রেণীর কাছে। তাঁরা ভাইরাসের নাম পর্যন্ত জানেন না সঠিকভাবে, আমাদের মত ফেসবুকে কর্মসংস্থান বার্তা স্ট্যাটাসও দেন না! অথচ সরকারি আদেশ মান্য করার আনুগত্য এবং বিশ্বাস কোনটাই হারায়নি এখনও! তাই তারা মাটির উচ্চতায় নয় রয়েছেন মাটির সাথে ।

নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়ার সাধনপাড়া ২নং অঞ্চলের পোলতা গ্রামে বুধবার দেখা গেল সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে ১০০ দিনের কাজ । শ্রমিকেরা সবাই ছিলেন মহিলা । একজান মহিলা শ্রমিক জানান করোনা থেকে রেহাই পেতে সরকারি নির্দেশিকা অনুসারে সামাজিক দূরত্ব মেনে চলছে তাদের কাজ ।

Leave a Reply