মলয় দে, নদীয়া:- ধর্মীয় মতে রাত হল এমন এক মিলন উৎসব যেখানে জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে।
এখন থেকে প্রায় সাড়ে চারশ বছর আগে বারোভূঁইয়ার রাজত্বকালে ময়মনসিংহ আক্রমণ হয় বঙ্গ কলিঙ্গদের দ্বারা! কলিঙ্গদের রাজা ইন্দ্রদ্যুন্মের এক সেবিত, যবন দের হাত থেকে হাজার বছরের পুরনো দোলগোবিন্দ বিগ্রহের ভার অর্পণ করেন, কুলগুরু অদ্বৈত পৌত্র মথুরেশ গোস্বামীর উপর। মথুরেশ শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে নিয়ে আসেন, নতুন নামকরণ হয় “রাধা রমন” পূজিত হন রাস পূর্ণিমায়। সেই থেকে অর্থাৎ প্রায় সাড়ে তিনশ বছরের আগে থেকে শান্তিপুরের রাস এর প্রবর্তন।
এই বড় গোস্বামী বাড়িতেই, মুর্শিদাবাদ থেকে নহবত সানাই দল আসতেন তাঁদের উৎকর্ষতা রাজ্যবাসীর শ্রুতিগোচরের উদ্দেশ্যে, বিভিন্ন কীর্তন দলও পৌঁছে যেতেন তাদের সেরাসম্ভার নিয়ে। কালের নিয়মে পাল্টেছে অনেক কিছু, লেগেছে আধুনিকতার ছোঁয়া! কিন্তু সংখ্যায় অল্প হলেও কীর্তন দল, সানাই দল আজও উপস্থিত হন বড় গোস্বামী বাড়িতে। এবছর করোনা আবহে, স্বাস্থ্যবিধি মেনে রাস যাত্রীদের উদ্দেশ্যে আশ্রয় শিবির , বা জমায়েত নিষিদ্ধ করেছিলেন বড় গোস্বামী বাড়ি রাস পরিচালন কমিটি।