মলয় দে নদীয়া :- আজ থেকে খুলে যাচ্ছে সিনেমা হল ,পার্ক । অন্যদিকে বিভিন্ন কলেজের অনার্সের ছাত্র-ছাত্রীদের তৃতীয় বর্ষের চারটি পেপার এর মধ্যে প্রথম পেপারের প্রথম পরীক্ষা। অনলাইনে অনভ্যস্ত ছাত্রছাত্রীরা এই প্রথম করোনা সংক্রমণের জন্য অনলাইনের মাধ্যমে এই পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে । তার আগে বিভিন্ন কলেজ তাকে ছাত্রছাত্রীরা এডমিট কার্ড সংগ্রহ করেছে ।
এই প্রথম তারা অনলাইনে প্রশ্ন পত্র দেখে উত্তর লিখে হোয়াটস্যাপ কিংবা মেলে উত্তর পত্র জমা দেবে। শান্তিপুর কলেজের অধ্যক্ষা ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য্য জানান পারস্পরিক দূরত্ব বজায় রেখে, হাত স্যানিটাইজ করে মুখে মাস্ক পরে তবেই পরীক্ষায় বসতে হবে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ বিশেষভাবে তৎপর থাকবে তাদের সহযোগিতা করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতটা সহজ! আদৌ কতখানি সুবিধাজনক ! জানা যাবে আজকের পরীক্ষার পরেই ।