বগুলায় রক্তদান শিবির,কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা এবং সাফাই কর্মীদের সংবর্ধনা

Social

অঞ্জন শুকুল ,নদীয়া: বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ব্লাডব্যাংক গুলিও রক্তাল্পতায় ভুগছে তাই যুবকদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুলিশ প্রশাসন, বিভিন্ন ক্লাব বারোয়ারির সদস্যদের এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন, সাধারণ মানুষের পাশে থাকার কথা বলেছেন ।

গতকাল রবিবার বগুলার ক্লাব যুবগোষ্ঠীর উদ্যোগে প্রয়াত প্রণতি ভৌমিক ও চিনময় ভৌমিকের স্মৃতিতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির,সেইসঙ্গে কৃতি ছাত্র-ছাত্রী এবং সাফাই কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বেলা ১১ টার সময় আসরপল্লী সব পেয়েছির মাঠে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

এই মহতী কর্মকাণ্ডের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সমীর কুমার পোদ্দার , প্রধান অতিথি হিসেবে ছিলেন হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিশ্বাস এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বিশ্বাস । এছাড়া ও উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সদস্য কল্যাণ ঢালি, হাসখালি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিল্পী দাশগুপ্ত,বগুলা গ্ৰামীণ হাসপাতালের সুপার তথা ব্লক স্থাস্থ্য আধিকারিক ডাঃ বীরেন মজুমদার, হাঁসখালি থানার ওসি রজনী কান্ত বিশ্বাস ও ডাঃ অরিজিত সরকার, অমিত কুমার দাস, স্বপন বিশ্বাস প্রমুখ।

ক্লাব যুব গোষ্ঠীর পক্ষ থেকে অন্যতম কর্মকর্তা পরিতোষ কুন্ডু, দেব দুলাল কুন্ডু এবং দেবাশীষ বিশ্বাস অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। বিধায়ক জানান প্রবল প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করেও যুবক-যুবতীরা রক্তদানের মাধ্যমে করোনা মোকাবেলায় পরোক্ষভাবে যোদ্ধা হিসেবে নজীর সৃষ্টি করলো।

এই রক্তদান শিবিরে এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা রক্তদান করে । ক্লাবের এই জনহিতকর কাজে খুশি এলাকার জনসাধারণ ।

Leave a Reply