রাহুল দেব বর্মনের জন্মদিন পালন নদীয়ার শান্তিপুরে

Social

মলয় দে, নদীয়া: এই দিনটার প্রতীক্ষায় বছরের ৩৬৪ টা দিন। স্টেজ ,লাইট ,মাইক জেলা পেরিয়ে রাজ্যের বিভিন্ন শিল্পীদের আমন্ত্রণ, ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবছর সামাজিক দায়িত্ব পালনের পরিকল্পনা রূপায়নের সারা মাস ধরে চলতো শান্তিপুর “বাঁশরীর” তৎপরতা।

দীর্ঘ লকডাউনে বাড়িতে গানের রিহার্সালেও প্রথম গানটি আর ডি বর্মনের তাই স্মরণ হয় প্রতিদিনই আজ ৮০ তম জন্মদিন পালন শান্তিপুর লাইব্রেরীর মাঠে  গেটে ঠিক আট বছর আগে এভাবেই শান্তিপুরের বিভিন্ন গান বাজনার সঙ্গে যুক্ত শিল্পীরা গড়ে তুলেছিলো শান্তিপুর বাঁশরী। তবে সদস্যরা আশাবাদী আগামী পূজোর মধ্যে অনেকটা স্বাভাবিক হবে পরিস্থিতি, তখনই পালিত হবে মহাসমারোহে।

Leave a Reply