প্রয়াত শিক্ষক পিতার মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির শিক্ষিকার

Social

সোশ্যাল বার্তা : সারা দেশজুড়ে চলছে করোনার সংক্রমণ । করোনা আবহে বর্তমানে অধিকাংশ ব্লাডব্যাংক রক্তশূন্য। নদীয়া জেলার থানারপাড়া থানার সাহেবপাড়া গ্রামের শিক্ষক এ বি এস এম সহিদুল্লা সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবির।তাঁর মেয়ে ইসলামপুর গার্ল্স স্কুলের শিক্ষিকা কনিকা বিশ্বাসের উদ্যোগে এই রক্তদান শিবির।

চার জন মহিলা সহ মোট তিরিশ জন  রক্তদাতা রক্তদান করেন। পশ্চিমবঙ্গ সরকারের মুর্শিদাবাদের ডোমকল ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করা হয়।

তবে সমস্ত রক্তদান শিবির পরিচালিত হয় মানব কল্যাণে রক্তদান সোসাইটি  দ্বারা। উপস্থিত ছিলেন মানব কল্যাণে রক্তদান সোসাইটির সভাপতি জহিরুদ্দিন বাপী, সোসাইটির পরিচালক মন্ডলীর সদস্য গোলাম মাবুদ ও বাপ্পা বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন ধোড়াদহ পঞ্চায়েত প্রধান মানেসুর রহমান বিশ্বাস সাহেব। শিক্ষিকার এই উদ্যোগে খুশি এলাকাবাসী ।

Leave a Reply