মলয় দে, নদীয়া:-পৈতৃক নিবাস হুগলি জেলার বলাগড়ে হলেও, কবি যতীন্দ্রমোহন বাগচী ১৮৭৮ সালের ২৭ শে নভেম্বর নদীয়া জেলার জমশেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মসূত্রে নাটোরের মহারাজার সচিব, কলকাতা কর্পোরেশনের লাইসেন্স ইন্সপেক্টরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশকিছু পদে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন। কাব্যচর্চা তাঁর ছোটবেলা থেকেই, রবীন্দ্রপরবর্তী কবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পল্লীপ্রকৃতির সৌন্দর্য ও সুখ দুঃখের কথা, ভাগ্য বিড়ম্বিত ও নিপীড়িত নারীদের দুরবস্থার কথা তার কাব্যে দরদের সাথে বর্ণিত হতো।
তাঁর কাব্যচর্চার মধ্যে “কাজলাদিদি” “অন্ধ বন্ধু” “অপরাজিতা” “নাগেশ্বর” “নীহারিকা” “মহাভারতী” সহ বহু লেখনি আজও অদ্বিতীয়। ১৯৪৮ সালের ১লা ফেব্রুয়ারি তিনি পরোলোকগমন করেন।
কৃষ্ণনগর কেন্দ্রের বর্তমান সাংসদ মহুয়া মৈত্র, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, তেহট্টো মহকুমা শাসক, করিমপুরের বিডিও এবং কবি পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ সকাল ১০টায় করিমপুর বাস স্ট্যান্ড মোড়ে কবির আবক্ষ মূর্তি উন্মোচিত করা হয়।
কবির আবক্ষ মূর্তি উন্মোচিত হওয়ায় খুশি সাংস্কৃতিকপ্রেমী জন সাধারণ ।