সোশ্যাল বার্তা: প্রতিভা কখনোই লুকায়িত থাকে না । শিল্পীর শিল্প ভাবনায় প্রকাশ পেয়েছে বিভিন্ন শিল্পকলা।
মুর্শিদাবাদ জেলার চক ইসলামপুর এর বাসিন্দা সন্দীপ গুঁই গুণী শিল্পী মানুষ । বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাতে মাত্র ৫ সেন্টিমিটার পাট কাঠির উপরে বানিয়ে ফেললেন রবি ঠাকুরের পুরো মূর্তি । সময় লেগেছে মাত্র ৩দিন আর সরঞ্জাম বলতে পাটকাঠি, ব্লেড আর সূঁচ ।
তবে এবারেই প্রথম নয় আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি উঠে এসেছেন সংবাদ শিরোনামে । নতুন নতুন বিষয় সৃষ্টির জন্য নিরলস পরিশ্রম করে যান এই মানুষটি । রাজ্যের বিভিন্ন জেলায় হস্তশিল্প মেলায় তাঁর নিজের তৈরি জিনিস নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন ।
কলকাতায় নারকেলের ছোঁবড়া দিয়ে তৈরি বাউল শিল্পীর মূর্তি নিয়ে হস্তশিল্প প্রদর্শনীতেও গিয়েছিলেন । এছাড়াও তাঁর শিল্প সম্ভারে রয়েছে কালী মূর্তি , রেশমের এপিজে আব্দুল কালামের মুখাবয়ব, দেড় ফুটের পাটের দুর্গা ,রবীন্দ্রনাথ ঠাকুর ও বিবেকানন্দের মূর্তি । গ্রামবাংলায় আনাচে-কানাচে,ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস যেটা মানুষের শরীর ও মনের পক্ষে স্নিগ্ধকর,, সেগুলোই তার শিল্পের প্রধান উপকরণ । শিল্প তার পেশা নয় একেবারেই অন্তরের অন্তস্হল থেকে উঠে আসা নেশা । তবে অনেকের অকুন্ঠ ভালোবাসার ডাকে সাড়া দিয়ে এবং বাস্তবের ক্ষুন্নিবৃত্তির প্রেক্ষাপট অস্বীকার করার উপায় না থাকার দরুন এটা পেশারও একটা সুচিন্তিত দিক বলা যেতে পারে ।
সন্দীপ বাবু জানান “শিল্প তার মনের আনন্দের একমাত্র খোরাক । শৈল্পিক কাজের মাধ্যম দিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই “।