করোনা আক্রান্ত রোগীদের পরিবারের পাশে নবদ্বীপের স্বেচ্ছাসেবী সংস্থা  

Social

মলয় দে, নদীয়া :-করোনা আক্রান্ত রোগীদের পরিবারের পাশে থেকে মানবিকতার হাত বাড়িয়ে দিল নদীয়া জেলার নবদ্বীপের পৃথিবী নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা’র সদস্যরা। সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে পিপিই কিট পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে প্রতিদিন দুইবেলা করে করোনা আক্রান্ত ব্যক্তিদের পরিবারের হতে তুলে দিচ্ছে প্রস্তুত করা সুষম খাবার। এছাড়াও নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান ভিক্ষুক সহ অন্যান্য সহায় সম্বলহীন মানুষজনদের বসিয়ে রান্না করা খাবার সরবরাহ করে চলেছে এই সংগঠনের সদস্যরা। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন তাঁরা তাদের এই মানবিক প্রয়াস চালিয়ে যাবেনন বলে এই দিন জানিয়েছেন সংস্থার সদস্যরা।

পৃথিবীর এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি মারণব্যাধি করোনা আক্রান্ত অসহায় পরিবারগুলি সহ সমগ্র শহরবাসী।

Leave a Reply