শিশুর অভিভাবক দের মিড ডে মিল সামগ্রির সাথেই অরণ্য সপ্তাহর অগ্রিম গাছের চারা প্রদান

Social

মলয় দে নদীয়া :-শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিগত কয়েক বছর ধরেই বিদ্যালয়গুলিতে বনমহোৎসব উৎসব পালন করা হয়৷ শিক্ষার্থীদের অভিভাবকদের তুলে দেওয়া হয় চারাগাছ এবং আলোচনা সভা ডেকে গাছগুলোকে বাঁচানোর তাৎপর্য ব্যাখ্যা করা হয়৷

কিন্তু বিশ্বব্যাপী অতি মারির পরিস্থিতিতে এই বছরে নতুন করে আলোচনা সভা ডাকা হয়তো বা সম্ভব হবে না ঠিক সেই কারণেই সরকার প্রেরিত চাল, ডাল, আলু, আয়রন ট্যাবলেট ও স্যানিটাইজার বিতরনের সাথে সাথেই দুর্গামণি শ্রী পাঠশালা (প্রাথমিক বিদ্যালয়) থেকে গাছ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়৷ পরিকল্পনাটির বাস্তব রূপ পায় প্রয়াস সামাজিক সংগঠনের সহযোগিতায়৷ সংগঠনটি বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী মোট ১০৫ টি গাছ পৌঁছে দেয়৷

বিগত তিনদিন ধরে মিড ডে মিলের সামগ্রী অর্থাৎ চাল আলু ডাল অনুশীলন পত্র, আয়রন ট্যাবলেট এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জগৎজ্যোতি ঘোষ একটি করে চারা গাছ ও তুলে দেন এবং আম্পান পরবর্তী পরিস্থিতি গাছ লাগানো ও তার পরিচর্যার গুরুত্ব সম্পর্কে উপস্থিত অভিভাবকদের অবহিত করেন৷

Leave a Reply