লক্ষী পূজায় একসাথে পূজিত হন মা লক্ষ্মী ,সরস্বতী ,অন্নপূর্ণা কার্তিক, গণেশ, তার উপরে রাম ,লক্ষণ ,তার উপরে ব্রহ্মা-বিষ্ণু, মহেশ দশটি ঠাকুর

Social

দেবু সিংহ,মালদা:- মালদা জেলার ইংরেজবাজার শহরের কোঠাবাড়ি রায় পরিবারের লক্ষ্মীপূজো এবারে ৮৪ বছরে পা রাখল। একই সাজের মধ্যে দুটো চালি তার মধ্যেই নিচে মা লক্ষ্মী ,সরস্বতী ,অন্নপূর্ণা কার্তিক, গণেশ, তার উপরে রাম ,লক্ষণ ,তার উপরে ব্রহ্মা-বিষ্ণু, মহেশ দশটি ঠাকুর পুজো হয় একসাথে।

কথিত আছে একসময় স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্র রায়, স্বপ্নাদেশ পেয়ে মা লক্ষ্মীর পূজার আরম্ভ করেছিল। বর্তমানে এই পুজোর দায়িত্ব ও সামলাচ্ছেন তার ছেলে বিশ্বনাথ রায়।

ছয় দিন ধরে পূজা চলে, পাশাপাশি মেলাও চলে। শনিবার রাত্রে লক্ষ্মী পূজোর সময় পরিবারের সকল আত্মীয়-স্বজন একত্রিত হয়ে ঢাকের তালে নাচের মধ্য দিয়ে আনন্দে উৎসাহে মেতে উঠেন। রায় বাড়ির লক্ষ্মীপূজোকে কেন্দ্র করে এলাকায় মেলাও বসে।
৫ দিন পূজো শেষ হওয়ার পর পুরনো রীতি মেনে নৌকা করে মহানন্দা নদী দিয়ে সদরঘাটে নিয়ে যাওয়া হয় মা লক্ষীকে। এবং সেখানেও মেলা বসে। সেখানে প্রচুর ভক্তরা মা লক্ষ্মীকে দেখতে আসেন।।
তারপর সেখান থেকে অর্থাৎ সদরঘাট থেকে মহানন্দা নদী পথ দিয়ে কোঠা বাড়ি মহানন্দা ঘাটে বিসর্জন করা হয়।

Leave a Reply