সানিয়া বিবি বয়স ৪৫ বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানার ঘুরুলিয়া গ্রামে।অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন ।হঠাৎ করে রক্তস্বল্পতা দেখা যায়। ভর্তি হন কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে।চিকিৎসকরা জানান দ্রুত রক্ত দিতে হবে সানিয়া বিবিকে। সানিয়ার পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সদস্য ওসমান গনি খানের সঙ্গে। যুবক ওসমান গনি খান খুঁজতে শুরু করেন বি পজেটিভ রক্ত কোথায় পাওয়া যায়। খোঁজ মেলে কলেজপড়ুয়া শুভঙ্কর বিশ্বাসের।শুভঙ্কর কৃষ্ণনগর গভমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।গতকাল শুভঙ্কর কৃষ্ণনগরের শক্তিনগর ব্লাড ব্যাংকে এসে রক্তদান করেন।
এ প্রসঙ্গে শুভঙ্কর বলেন “এটা তেমন কিছু নয়। এই প্রথমবার রক্ত দিলাম। শারদীয়ার ষষ্ঠী সারা জীবন পাব কিন্তু ওনার জীবন হারিয়ে গেলে তো আর পাওয়া যাবে না”। সানিয়া বিবির পরিবার খুশি। হিন্দু-মুসলিমের মিলনক্ষেত্র ভারত বর্ষ। সম্প্রীতির নজর সৃষ্টি করলেন শুভঙ্কর।