আজ থেকে শুরু হলো পবিত্র রমজানের প্রথম রোজা

Social

মলয় দে নদীয়া:- সরকারি নির্দেশ মেনেই প্রতিটা মসজিদ কমিটি কঠোরভাবে নিষিদ্ধ করতে পেরেছে জমায়েত। তাই মসজিদগুলিতে নিয়ম মেনেই নিয়মিত নামাজ চলছে। আজ থেকে শুরু হলো আগামী আসন্ন পবিত্র ঈদের প্রথম রোজা। আজ ভোর তিনটে ৫৭ মিনিটে সেহরি সেরে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্রতী হন প্রথম রোজায়। সন্ধ্যে ছটা ৫ মিনিটে ইফতার সেরে নামাজ পড়বেন বাড়িতে ।লকডাউনে কর্মহীন হয়েও , আল্লাহর কাছে এবারে রোজার নামাজে দোওয়া চাইবেন তারা।

সকলেই প্রায় কর্মহীন , তাই সারাদিন উপোস থাকার পর, ইফতারের ফল তুলে দিল নতুনহাট অঞ্চলের মনিহার সংঘ। ক্লাবের সভাপতি সেলিম খান, সম্পাদক আনিসুর শেখ সহ প্রত্যেক সদস্য বাড়ি বাড়ি পৌঁছে দিল ফলসহ অন্য খাদ্যদ্রব্য।

Leave a Reply