দেবু সিংহ ,মালদা: বর্ষার জলে প্লাবিত মালদা জেলার শহরের ১ নম্বর ওয়ার্ডের মহেষপুর ইন্দ্রপল্লী এলাকা। প্রায় ২০টি বাড়ি জলের তলায়। একহাঁটু জল মধ্যেই যাতায়াত করতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন এভাবেই কাটাতে হয় বাসিন্দাদের। তারা এও জানান স্থানীয় কাউন্সিলর রাজীব চম্পটিকে জানিয়ে কোনও ফল হয় নি। একমনকী ‘দিদিকে বলো’তে জানিয়েও কাজের কাজ কিছুই হয়। এর মধ্যে নিকাশি ব্যবস্থার কোনও উন্নতি না হলে ভোট বয়কটের ডাক দেবেন বলে জানিয়েছেন প্লাবিত এলাকার বাসিন্দা মনোরঞ্জন দাস। তিনি অভিযোগ করে বলেন,‘নিকাশি ব্যবস্থা বেহাল। জলের মধ্যে গোটা এলাকা প্লাবিত হওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন রোগ ছড়াচ্ছে। আমার ডেঙ্গুও হয়েছে।’