সোনার তরীর সামাজিক দায়িত্ব পালনে  রক্ত শিবির

Social

মলয় দে নদীয়া:-পড়াশোনা শেষ করে বা পড়তে পড়তেই নদীয়ার শান্তিপুর ব্লকের নৃসিংহপুরে কিছু বন্ধু মিলে শুধুমাত্র মানবিক কারণে তিন বছর আগে আবেগ দিয়ে গড়েছিলো সোনার তরী। সদস্যদের সাথে সাথে সংগঠনও কৈশোর থেকে পা দিয়েছে যৌবনে। এখন অনেকটাই পরিণত।

মানসিক ভারসাম্যহীন রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরেদের নিয়মিত তিন বেলা আহার দানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে চলেছে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেও।

বিশ্ব অতিমারির এই সময়ও নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকদের দেখভালের দায়িত্ব নিয়েছিলেন তারা। শনিবার ৩৫ জন রক্তদানের মাধ্যমে তারা শপথ নিলো ব্লাড ব্যাঙ্কগুলির রক্তাল্পতা থেকে বাঁচানোর।

পারস্পরিক দূরত্ব বজায় রেখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং ফেস গার্ড ব্যবহার করেই দীর্ঘ লকডাউন রাস্তায় নেমে কাজ করা প্রায় ১২ টি সামাজিক সংগঠনকে সংবর্ধিত করেন সদস্য সদস্যরা।

এই মহান কর্মকাণ্ডে যোগ দিতে চলে আসেন সুদূর কলকাতা থেকে বিখ্যাত কবি আরণ্যক বসু, স্থানীয় শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ, হরিপুরের অঞ্চল প্রধান সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply