গাজোলে টাঙ্গন নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তৃত এলাকা

Social

দেবু সিংহ ,মালদা-‌: গাজোলে টাঙ্গন নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তৃত এলাকা। সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৭ হাজার হেক্টর চাষের জমি ইতিমধ্যে প্লাবিত। মাথায় হাত পড়েছে চাষিদের।

যে হারে জল ঢুকতে শুরু করেছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। নৌকায় যাতায়াত করতে হচ্ছে প্লাবিত এলাকার মানুষদের। বিচ্ছিন্ন খন্ডের মধ্যে থাকা এমন মানুষদের যাঁদের নৌকা নেই, তাঁদের ঘরে বসেই কাটাতে হচ্ছে। বন্যার্তরা বাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়।ঘটনা গাজোলের সালাইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার মহাদেবপুর এলাকায় কয়েকদিন আগে টাঙ্গন নদীর বাঁধের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার কারণে হু হু করে জল ঢুকতে থাকে গোটা এলাকায়।

মহাদেবপুর ছাড়াও জামডাঙা, সূর্যনগর, শান্তিনগর, পোলাডাঙ্গা, কৃষ্ণনগর, ইমামনগর, গারাধুল-‌সহ বেশ কিছু এলাকা প্লাবিত। এলাকাবাসীদের মধ্যে হেমন্ত মাহাতো, নরেশ সরকাররা বলেন,‘‌টাঙন নীদের তোড়ে বাঁধ ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকছে। বিস্তৃত এলাকার চাষের জমি প্লাবিত। আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। নৌকা করে যাতায়াত করতে হচ্ছে।’‌

Leave a Reply