শিবরাম পল্লী এলাকায় এক বৃদ্ধর ক্ষতবিক্ষত দেহ ঘিরে চাঞ্চল্য

Social

দেবু সিংহ,মালদা: মালদা থানার শিবরাম পল্লী এলাকায় এক বৃদ্ধর ক্ষতবিক্ষত দেহ ঘিরে চাঞ্চল্য। ফাঁকা বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে তিনটি ঘরে লুটপাট চালিয়ে এক বৃদ্ধকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

মৃত বৃদ্ধর নাম গুনমনি শীল (৭০) মৃত বৃদ্ধর ছেলে পার্থসারথী শীল বাইরে থেকে বাড়ি ফিরলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায় এবং অনেক ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে
কোন প্রকার দরজা খুলতেই বাবার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ বিছানার ওপরে পড়ে থাকতে দেখে। তিনটি ঘরেই জিনিসপত্র আলমারির শোকেস লন্ডভন্ড পড়ে রয়েছে। খুন করে জিনিসপত্র লুট করে পালায় দুষ্কৃতিরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিএসপি টিএনটি আজহারউদ্দিন খান, মালদা থানার আসি হীরক বিশ্বাস। জনবহুল এলাকায় এরকম ঘটনা হওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজে হাসপাতালে। কি কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

Leave a Reply