মলয় দে, নদীয়া:-প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস মৃত্যুতে শ্রদ্ধা জানাতে পথে নামলো রানাঘাট হোক প্রতিবাদ নামে একটি সংস্থা ৷ গতকাল রানাঘাট রথতলা থেকে একটি মিছিল করে তারা নেতাজি মূর্তি পাদদেশে শেষ করে।
প্রসঙ্গত উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার সুঁটিয়ার বাসিন্দা কোলকাতার মিত্র ইনস্টিটিউশনের স্কুলের শিক্ষক বরুণ বিশ্বাস তাঁর এলাকার ধর্ষনকারী এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ তার পরিনামে প্রতিবাদী শিক্ষক বরুন বিশ্বাস ট্রেনে করে ফেরার সময় স্টেশনেই তাঁকে গুলি করে হত্যা করা হয় ৷ এর বিরুদ্ধে সেই সময় গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে ৷ সর্বত্র শহীদ বরুণ বিশ্বাসের খুনীদের শাস্তির দাবী উঠে ৷ কিন্তু ঐ ঘটনার মূল পান্ডাদের যথাযোগ্য বিচার আজও হয়নি ৷
তাই বরুণ বিশ্বাসের মূল অপরাধীদের শাস্তিরদাবীতে রানাঘাটের হোক প্রতিবাদ আন্দোলনের প্রতিবাদী এবং তাদের প্রচেষ্টায় গড়ে ওঠা “ভালোবাসার পাঠশালার” ছাত্র ছাত্রীরা বরুন বিশ্বাসের স্মরণে মোমবাতি মিছিল এবং স্লোগানের মাধ্যমে বরুন বিশ্বাসের হত্যার প্রতিবাদ এবং উপযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবী জানান ঐ সংস্থার পক্ষে অসীম চৌহান, শ্রীলেখা প্রমুখ ৷