নদীয়ার শিমুরালীতে অংকন পরীক্ষা উপলক্ষ্যে বনদপ্তর এর উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতার ক্যাম্প

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শিমুরালি শিল্পকলা কেন্দ্রের বাৎসরিক অংকন পরীক্ষা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর এর উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতার ক্যাম্প অনুষ্ঠিত হলো। রানাঘাট বনদপ্তরের রেঞ্জার প্রদীপ কুমার বাগচি এই সচেতনতা ক্যাম্প থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের কে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশকে কিভাবে সঠিকভাবে রাখবে তার বার্তা দিলেন পাশাপাশি বনদপ্তর এর উদ্যোগে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটি করে গাছের চারা বিতরণ করলেন। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ-এর লক্ষে শিল্পকলা কেন্দ্রের ১৪০ জন ছাত্র ছাত্রীদের চিত্র প্রদর্শনীর উদ্বোধনও করলেন।

উপস্থিত ছিলেন, সাহিত্যিক এবং ক্ষেত্র গবেষক স্বপন কুমার দাস ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের শিল্পকর্মে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ১০ জন কে পুরস্কৃত করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply