নিউজ সোশ্যাল বার্তা : করোনা আর লকডাউনের আতংকের মাঝে হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে চলছে রক্তসংকট।
সেই আবহে নদীয়ার কালীরহাট সপ্তপ্রদীপ ক্লাবের আয়োজনে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হল সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ।
আজকের এই মহতী রক্তদান শিবিরে ২ জন মহিলাসহ ৩৫ জন রক্তদান করলেন।
কোন জাঁকজমক, হইচই, উপহার ছাড়াই জেলা ব্লাডব্যাংকের মাধ্যমে এই রক্তদান সম্পন্ন হল।
রক্তদাতাদের একটি করে মাস্ক ও একটি করে বই স্মারক হিসাবে তুলে দেওয়া হয়।