দেবু সিংহ ,মালদা : আজ ৩০শে জুন হুল দিবস। মূলত সিধু ,কানু বলিদান দিবস।এই হুল দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে আজ হুল দিবস পালন করা হয়।
সকাল ১১ টায় ব্লক অফিস থেকে পদযাত্রা বের করে পাকুয়াহাট ডাকবাংলা মোড় সেখানে অবস্থিত সিধু কানু মূর্তিতে একে একে সকলে মাল্যদান করেন। পরে পাকুয়াহাট কলেজ কমিউনিটি হলে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে হুল দিবস পালন করা হয়।
এই হুল দিবস উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন বামনগোলার ব্লকের বিডিও সঞ্জিত মণ্ডল, জয়েন বিডিও আশিস নায়েক, বামনগোলার থানার ওসি অভিষেক তালুকদার, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক অজয়শঙ্কর চৌধুরী, বামনগোলার পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার,বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কিস্কু সহ বিভিন্ন অধিকার উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে তপশিলী উপজাতি শংসাপত্র প্রদান করা হয় ছাত্র-ছাত্রীদের।