সোশ্যাল বার্তা : প্রতিভা কখনো লুকায়িত থাকে না তা আবার প্রমাণ করল নদীয়ার সুমন। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে অসাধারণ ফল করলো নদীয়ার ইমান। জানা যায় বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং কলকাতার জগদীস বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ–এর যৌথ উদ্যোগে সংঘটিত ত্রি-স্তরীয় পরীক্ষা ব্যবস্থা যা আমাদের রাজ্যে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে।
এই বছর নদীয়া জেলার কৃষ্ণনগরের Krishnanagar A.V. School এ “VSO-2022”-এর যে পরীক্ষা হয়েছিল সেখানে ভাতজাংলা কালীপুর হাইস্কুলের -এর নবম শ্রেণির ছাত্র ইমান মন্ডল অসাধারণ ফল করেছে। স্কুলের ইতিহাসে প্রথমবার র্যাংক করায় স্কুলের প্রতিটি শিক্ষক ও তাঁর পরিবার সকলেই খুশি। কৃষ্ণনগরের ১নং ব্লকে যে দশ জনের তালিকা রয়েছে তাতে স্থান করে নিয়েছে ইমান।
ইমানের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী ও মা গৃহিনী। পরিবারের দারিদ্রতার মধ্যেও ইমান তাঁর পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ইমানের নিরলস প্রচেষ্টা তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছে দেবে। বড় হয়ে ইমান চিকিৎসক হয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চায়। পড়াশোনার পাশাপাশি ইমনের পছন্দ ক্রিকেট ফুটবল এবং যোগাসন। ২১শে জুন কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতানের উদ্যোগে বিশ্ব যোগা দিবসে যে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করে তাতেও প্রথম বিভাগে প্রথম হয় এই ইমান মণ্ডল ।