নেতাজী ইউথ ফোর্সের উদ্যোগে বরণবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

Social

শ্যামল কান্তি বিশ্বাস, দত্তপুলিয়া : বগুলার অগ্ৰনী স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজী ইউথ ফোর্সের উদ্যোগে ২৯শে জুন সোমবার বরণবেড়িয়া কৃষক সমবায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়।বগুলার সেবা প্রতিষ্ঠান নেতাজী ইউথ ফোর্স, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পরেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে এই মহতী কর্মযজ্ঞে সামিল হয়েছে বলে জানালেন, সংস্থার সভাপতি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তন্ময় রায়।

প্রসঙ্গত উল্লেখ্য,কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মিলিত প্রচেষ্টায় গঠিত এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বগুলাবাসীর গর্ব।করোনা আবহে আমফান প্রেক্ষাপটে হাঁসখালি থানা এলাকায় নজির বিহীন সেবামূলক কর্মকান্ডে রেকর্ড সৃষ্টি করেছে এই সেবামূলক সংগঠন । অসহায় কর্মহীন প্রান্তিক পরিবার গুলির মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া সহ হাঁসখালি এবং কৃষ্ণগজ্ঞ থানা এলাকার ৯ টি আমফান ক্ষতিগ্রস্ত গৃহ হীন পরিবারকে ঘর তৈরি করে দিয়ে এলাকায় ইতিহাস সৃষ্টি করেছে।

সামাজিক সুরক্ষা সহ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাম্প্রতিক প্রেক্ষাপটে সবুজায়ন কর্মসূচি রূপায়ন অত্যন্ত জরুরি।সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সমাজের অধিকাংশ সেবামূলক প্রতিষ্ঠান গুলিকে এই ধরনের কর্মসূচি রূপায়নে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন সমাজের সর্বস্তরের মানুষ।সমাজ তথা পরিবেশ কে দূষণ মুক্ত রাখতে এহেন প্রয়াস সত্যিই প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন নাগরিক বৃন্দের স্বতঃস্ফূর্ত সমর্থন সহ এই মহতী কর্মযজ্ঞে সামিল নেতাজী ইউথ ফোর্সের সৈনিক শংকর বিশ্বাস, বিপুল বাগচী, সুমিত বক্সী,অবন্তীকা রায়,শুভ পাল,শান্ত বিশ্বাস,লিটন বাড্ই,শমীক ঘোষ, এবং পলাস বিশ্বাস দের কৃতজ্ঞতা জ্ঞাপন সহ এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ বাবু।

Leave a Reply