অধিকাংশ জায়গায় স্তব্ধ রথের চাকা, শুধুমাত্র নিয়ম রক্ষায়  জগন্নাথ দেবের পুনর্যাত্রা 

Social

মলয় দে নদীয়া : লকডাউন এর জেরে পুরীর রথ টানার অনুমতি মেলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। রাজ্য গুলোর পাশাপাশি জেলাগুলিতেও রথ টানার অনুমতি না মেলায় এবছরের উল্টো রথের চাকা ঘুরতে দেখা যায়নি ।

 

মঙ্গলবার একইভাবে শান্তিপুর নতুন পাড়ার সাধারণ মানুষ ও ভক্তরা জগন্নাথ বলরাম সুভদ্রা কে মাথায় নিয়ে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে এলেন। সারাবছর ধরে এই রথের দিনটার জন্য আম বাঙালি অপেক্ষায় থাকেন । জগন্নাথের পূজাকে কেন্দ্র করে তাই এ বছরের রথের চাকা না ঘোরায় ও রথের দড়ি না টানায় ভক্তদের মধ্যে আনন্দের খামতি থেকেই গেল।

পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্তদের জগন্নাথ দেবের কাছে করোনা মুক্তির প্রার্থনা ছাড়া কিছুই চোখে পড়লো না।

Leave a Reply