মলয় দে নদীয়া:-রাজ্যের মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় নদীয়ার কৃষ্ণনগরে উদ্বোধন হলো নদীয়া ভাষা উৎসব এবং মেলার । এদিন নদীয়ার রবীন্দ্র ভবনে এই উৎসবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন নদীয়ার জেলা শাসক এস অরুন প্রসাদ, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগরের পৌরমাতা, পুলিশ সুপার অমর নাথ কে, রানাঘাট পুলিস জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার সিদ্ধার্থ ধপলা সহ একাধিক সরকারি আধিকারিক ও বিধায়কেরা। এদিন অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ২৬ তারিখ বিশিষ্ট সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং ২৭ ডিসেম্বর মেলায় উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রীজাত। শুধু তাই নয় থাকছে বিশিষ্ট সংগীত এবং আবৃত্তি শিল্পীদের বিচিত্রা অনুষ্ঠানও। মেলায় রাজ্যের তথা নদীয়া জেলার কুটির শিল্প কে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। একদিকে বড় দিন অন্যদিকে এই সরকারি মেলা নিয়ে রীতিমত আপ্লুত নদীয়া বাসি।