নিউজ সোশ্যাল বার্তা : নাম রমজান। বয়স আঠারোর ছুঁই ছুঁই । বাড়ি বীরভূম জেলার সিউড়ি | পরিবারের কিছু বাড়তি পার্থ যোগান দেওয়ার ইচ্ছায় একটা টোটো কিনেছিলো সে। টোটোর সামনে এবং পিছনে স্পষ্ট লেখা প্রতিবন্ধী এবং জরুরি পরিষেবায় সম্পূর্ণ ফ্রী সঙ্গে দেওয়া রয়েছে মোবাইল নম্বর । উদার পরোপকারী রমজান জানায় প্রায়শই তার কাছে ফোন আসে-অসুস্থ মানুষকে হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে পৌঁছে দেবার জন্য। রাস্তায় কোনো প্রতিবন্ধী মানুষ চোখে পড়ল তাকে বিনা ভাড়ায় তার গন্তব্যে পৌঁছনোর দায়িত্ব নিজেই নিয়ে নেয়। আর খুশি মনে পৌঁছে দেন তাদের নির্দিষ্ট আশ্রয়স্থলে ।
আর এর মধ্যেই অনাবিল আনন্দ খুঁজে পায় রমজান । আর্থিক দুর্বলতা,বেকারত্ব বা পরিবারের পরিজনদের মুখে দু-মুঠো খাবার তুলে দিতে অনেকেই টোটো চালায় । কিন্তু এই আন্ত্যকেন্দ্রিক সমাজের মধ্যে এমন রমজান’রা থাকে যাদের কথা খুব একটা নজরে আসে না । এই সকল মানসিকতা কে লালন পালন করলে এই সমাজের মঙ্গল। সুস্থ সামাজিকতা ও মানসিকতার বড়ই প্রয়োজন এই মুহুর্তে আমাদের সমাজের জন্য । নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে রমজান কে জানায় কুর্নিশ ।