প্রান্তিক মানুষের সাহায্যে রামকৃষ্ণ সারদা আশ্রম

Social

মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর বাগআঁচড়া রামকৃষ্ণদেব সারদা মায়ের শিষ্যরা চিরাচরিত প্রথায় এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে।

আজ থেকে প্রায় ৯০ বছর আগে, এই বাগআঁঢড়া  অঞ্চলের স্থায়ী বাসিন্দা পন্ডিত মাধবানন্দ মহারাজবেলুড় মঠ রামকৃষ্ণ মঠের নবম প্রেসিডেন্ট নিযুক্ত হন। এবং তার ভাই স্বামী দয়ানন্দ ছিলেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান (বর্তমানে শিশুমঙ্গল বলে পরিচিত) এর প্রতিষ্ঠাতা সদস্য এবং তাঁরা দুই ভাই সরাসরি সারদা মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন ছাত্র অবস্থায়। তাদের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে দাবিদার না থাকায় দুর্গা মন্দির হিসেবেই বিখ্যাত দুর্গাপুজো হতো।বর্তমানে দুর্গা মন্দির বহাল রেখেই তার পৈত্রিক ভিডিওটি 2004 সাল থেকে রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে। সারা বছরই আর্ত-পীড়িতদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে এই মিশন।

এই সংকটময় মুহূর্তে তাদের সদস্যরা আজ সকাল ছয়টা থেকে বেলা দশটা পর্যন্ত ৮০০ পরিবারের হাতে তুলে দেন চাল সহ নানা খাদ্য সামগ্রী।
এই আশ্রম বেলুড় মঠ কর্তৃক অধিকৃত হওয়ায় সেখান থেকে সহযোগিতা পাওয়া অর্থ থেকেই এ আয়োজন করা হয়েছে বলে জানান মহারাজ স্বামী নিত্যাযুক্তানন্দ। তিনি আরো জানান আগামীতে এই অঞ্চল বাদেও বিভিন্ন অঞ্চলের সহযোগিতার জন্য কথা বলেছেন বেলুড়মঠের মহারাজ এর সাথে ।

Leave a Reply