মলয় দে নদীয়া:-উত্তর ২৪ পরগনার হাবরা থানার অন্তর্গত হাবরা কামিনী কুমার গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর তিন ছাত্রী মাম গাইন, সিমরান প্রজাপতি, এবং সিনিহা নামে অশোকনগর থানার অন্তর্গত পদবী নাজানা এক ছাত্রী মোট তিন বান্ধবী গত পয়লা ডিসেম্বর বিদ্যালয় পরীক্ষা না দিয়েই নিখোঁজ হয়। প্রত্যেকের পরিবার তাদের নিজ নিজ থানায় নিখোঁজ ডায়েরি করেন ।
সূত্রের খবর অনুযায়ী তারা জানতে পেরেছেন প্রথম দিন অর্থাৎ ১লা ডিসেম্বর রাতে অজানা কোন একটি নাম্বার থেকে কিছুক্ষণের জন্য তাদের পরিবারের কাছে ফোন করে কিছু জানার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি যদিও তারপরেই সুইস্ট অফ হয়ে যায়।
ওই সিমের লোকেশন অনুযায়ী প্রথম দিন
নদীয়ার শান্তিপুর বলেই জানতে পেরেছিলেন পরিবার এই তিন পরিবারের মধ্য থেকে মাম গাইনের বাবা গণেশ গাইন সংবাদ মাধ্যমের সহযোগিতা নিয়ে কাতর প্রার্থনা জানান। এই তিন নিখোঁজ নাবালিকাকে কেউ কোথাও দেখলে হাবরা অথবা অশোকনগর থানায় যোগাযোগ করার অনুরোধ জানান। এরপর সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন তারপর শান্তিপুর থানা তৎপরতায় হাবরা এবং অশোকনগর থানার পুলিশের সহযোগিতায় শান্তিপুর এলাকা থেকে ঐ তিন নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ছাত্রীর পরিবারবর্গ জানাচ্ছেন সংবাদ মাধ্যমে খবরের জেরে তারা তাদের সন্তানদের খুঁজে পেয়েছেন তবে তারা রাশ দেখার নাম করে শান্তিপুরে এসেছিল এবং একজনের মায়ের সঙ্গে এক পরিচিতের সম্পর্ক থাকায় তাদের বাড়িতেই এসে উঠেছিল ওই তিন ছাত্রী। তবে তাদের মেয়েদের খুঁজে পেয়ে যথেষ্ট স্বস্তি পেয়েছেন ছাত্রীর পরিবারবর্গ। প্রচুর পরিমাণে খবরটি শেয়ার করার কারনে সমস্ত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওই পরিবার কৃতজ্ঞতা স্বীকার করেছেন অশোকনগর হাবরা এবং শান্তিপুর থানার পুলিশের প্রতি, সংবাদ মাধ্যমকে সাধুবাদ জানান তারা।