ধুবুলিয়ার বটতলায় তিনদিনব্যাপী মহরম উৎসব

Social

নিউজ সোশ্যাল বার্তা : নদীয়া জেলার ধুবুলিয়া বটতলায় কসমস ক্লাব এর পরিচালনায় ৪১তম ঐতিহ্যবাহী মহরম উৎসবের সূচনা হয় গত ১৯ শে অক্টোবর। ২১ শে অক্টোবর পর্যন্ত টানা তিনদিন ব্যাপী চলল এই উৎসব । অঙ্কন প্রতিযোগিতা, সামাজিক সচেতনতা , পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা, সাংস্কৃতিক

অনুষ্ঠানের পাশাপাশি উৎসবে সংবর্ধিত হলেন গুণীজন – কথাসাহিত্যিক আনসার উদ্দিন স্বভাবকবি ও সাহিত্যিক চৈতন্য দাশ, শিশু সাহিত্যিক স্বপন পাল, নাট্যাভিনেতা রমেন্দ্র নারায়ণ বিশ্বাস সহ প্রমুখ ।

এছাড়াও আয়োজন করা হয় বর্তমান সময়ে হারিয়ে যাওয়া লাঠি খেলা।এলাকার ছাত্র-ছাত্রীরা দলমত নির্বিশেষে আবৃত্তি, নৃত্য , যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । পুরুলিয়ার ছৌ-নাচ সহ বহিরাগত ও চিত্র জগতের স্বনামধন্য শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয় । এলাকার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ।