মলয় দে ,নদীয়া:– গত ২২শে অক্টোবর দিল্লির পুসা ক্যাম্পাসে বি পি পাল অডিটোরিয়ামে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের উপস্থিতিতে প্রটেকশন অফ প্লান্ট ভ্যারাইটিজ ইন ফার্মাসিস্ট প্রকল্পে প্ল্যান জেনম সেভিয়ার ফার্মার ২০১৬-২০১৭ সেরা কৃষক সম্মান প্রদর্শন। পশ্চিমবাংলা থেকে নদীয়ার শান্তিপুরের শৈলেন চন্ডী এক লক্ষ টাকার চেক সহ এই পুরস্কার পান।
২০১২ সালে শৈলেন বাবু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শান্তিপুর কৃষি প্রগতি ফারমার্স ক্লাব এর তত্ত্বাবধানে
এই ‘রাধা তিলক’ নামক ধানের চাষ শুরু করেন। রাসায়নিক কেমিক্যাল, কীটনাশক, সার ব্যবহার না করেই সম্পূর্ণ ভেষজ উপায়ে তৈরি করার অদম্য প্রচেষ্টা খানিকটা ধাক্কা খেলেও, পরবর্তীতে ২০১৫ সালে শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রামে ২০ বিঘা এবং ২০১৮ সালে ২১০ বিঘা জমিতে চাষ শুরু করতে সক্ষম হন। প্রথমদিকে চাষীদের নিজেদেরই খেতে হতো বিক্রির অসুবিধার জন্য তেমন চাহিদাও ছিলনা।তবে এখন আর আগের মতো নেই । বর্তমানে শান্তিপুরের বাজারে ৭০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় এই চাল। সহজপাচ্য, সুগন্ধি, সুস্বাদু এবং যথেষ্ট পুষ্টি উপাদানে ভরপুর এই চালের জনপ্রিয়তা বাড়ছে ক্রমাগত।
এবারেও কিষাণ স্বরাজ সমিতির সহযোগিতায় শৈলেন বাবু বিষমুক্ত একটি সবজি বাজার সপ্তাহে দুদিন চালু করেছেন শান্তিপুরে। বিভিন্ন গ্রামে কৃষকদের জৈব চাষের প্রশিক্ষণ দিয়ে উৎপাদিত ফল, শস্য, সবজি সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রেতাদের হাতে পৌঁছে দেয়ার বাজার। শৈলেন বাবুর ইচ্ছা শান্তিপুরে এই রাধা তিলক চালের জি আই রেজিস্ট্রেশন হোক ।