রায়গঞ্জঃ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয় মানুষদের পরিষেবা পৌঁছে দিতে নতুন ব্যবস্থা চালু করছে ইসলামপুর পুলিশ। মানুষকে পরিষেবা পৌঁছে দিতে পাঁচটি বিশেষ বাইক রাস্তায় নামাচ্ছে পুলিশ। এই বাইকগুলির মধ্যেই রয়েছে সাইরেন। থাকবে লাউড স্পিকার সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। এমনই আধুনিক মানের রয়েল এনফিল্ড এসে এসেছে ইসলামপুর পুলিশ জেলায়। হাইওয়ে পেট্রোলিং এর পাশাপাশি টাউন পেট্রোলিং এবং অন্যান্য কাজের জন্য পাঁচটি রয়েল এনফিল্ড বাইক নিয়ে আসা হয়েছে ইসলামপুর পুলিশ জেলায়। ওই বাইকেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ থাকবে নানান সুবিধা। প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার সময় এই বাইকের সাইরেন ব্যবহার করা হবে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান, আগামীকাল, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ওই বাইকগুলি ট্র্যাফিক ইউনিটের হাতে তুলে দেওয়া হবে। এমনকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয় মানুষদের পরিষেবা পৌঁছে দিতে এই বাইকগুলো যথেষ্ট কাজে আসবে বলে পুলিশের বক্তব্য।