রথের চাকা না ঘুরলেও, মারুতি করে মাসির বাড়ি

Social

মলয় দে নদীয়া :লক ডাউনের জেরে রথের পরিবর্তে মারুতি গাড়ি করে রানাঘাট শহরে এমন দৃশ্য দেখা গেল।

রথের পরিবর্তে মারুতি গাড়ি করে জগন্নাথ, শুভদ্রা, বলরাম চলছেন মাসির বাড়ি। মারুতি গাড়ির মধ্যে পেছনের আসনে বসে আছেন, জগন্নাথ ,বলরাম,শুভদ্রা। পেছনে ভক্ত বৃন্দের ঢল।

বিশ্বজুড়ে করোনা বিপর্যয়ের ফলে সার্বিকভাবে সুরক্ষার কথা মাথায় রেখে পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বছর রথযাত্রা অনুষ্ঠান।রানাঘাটের জগন্নাথ মন্দির থেকে রাস্তা দিয়ে মারুতি গাড়ি করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হলো এই ভাবে।

ভগবান জগন্নাথ,বলদেব,সুভদ্রা দেবীর রথের চাকা ঘুরল না তার পরিবর্তে মারুতি গাড়ির চাকা ঘুরে রানাঘাটের রাস্তা দিয়ে মন্দির ভেতরে এক কথায় অনাড়ম্বরভাবেই পালিত হল এবছরের রথযাত্রা উৎসব।

Leave a Reply