রায়গঞ্জঃ বৃষ্টি বেশ কয়েক দিন ধরেই চলছে রায়গঞ্জ শহরে। বৃষ্টির জমে থাকা জলে মশা যাতে বংশবৃদ্ধি না করতে পারে, সেজন্য রায়গঞ্জ শহর জুড়ে ‘মশা মারার কামান’ দাগছে পুরসভা। মুলতঃ ডেঙ্গুর প্রকোপ রুখতেই এই পরিকল্পনা নিয়েছে পুরসভা।
বুধবার শহরের মোহনবাটি, কোর্ট গেট, পুর বাসষ্ট্যান্ড থেকে শুরু করে শিলিগুড়ি মোড় এলাকা পর্যন্ত রাস্তার দুপাশের এলাকার নর্দমায় এই মশা নিধনের বিষাক্ত গ্যাস ছড়ানো হয়েছে। রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা গিয়েছে, বছরভর এই গ্যাস বিভিন্ন ওয়ার্ডে ছড়ানো হয়। আগামীতেও সেই কাজ করা হবে। এই দিন আপাতত, মহাত্মা গান্ধী রোড, নেতাজি সুভাষ রোড সহ শহরের প্রধান রাস্তায় মশা মারার কাজ হয়েছে। এই গ্যাস ছড়ানোয় মশার লার্ভা ধ্বংস হবে বলে পুরসভার দাবি।